Pray for the world economy

অ্যাংলিকান চার্চ এবং বিশ্বাসের বিবর্তন

 

অনেক কাল আগে ইংল্যান্ডে ছিলেন একজন রাজা। তিনি অষ্টম হেনরি (Henry VIII) নামে পরিচিত। ইতিহাসে তিনি অনেকগুলো বিয়ে করার জন্য বিখ্যাত। তার কোনো পুত্র সন্তান হচ্ছিলো না। ছেলে উত্তরাধিকার 'উৎপাদন' করতে না পারার 'অপরাধে' (!) তিনি তার স্ত্রী ক্যাথেরিন (Catherine of Aragon)কে তালাক দিতে চাচ্ছিলেন। কিন্তু বাইবেল অনুযায়ী ব্যাভিচারের দোষ ব্যতিত অন্য কারণে স্ত্রীকে তালাক দেয়া যায় না। যিশু খ্রিষ্ট বলেছেন, ব্যভিচার দোষ ছাড়া অন্য কোনো কারণে স্ত্রীকে ছেড়ে দিয়ে কোনো পুরুষ যদি আবার কোনো নারীকে বিয়ে করে, তবে সে ব্যাভিচারী গণ্য হবে। [1] কাজেই রাজা হেনরির এই অন্যায় ইচ্ছাকে অনুমোদন দেননি খ্রিষ্টীয় বিশ্বের পোপ। তখন ইংল্যান্ডসহ ইউরোপের বেশিরভাগ দেশ ছিল ক্যাথোলিক পোপের অনুগত। পোপের এই সিদ্ধান্ত ভালো লাগেনি রাজা হেনরির। তাই রাজা মশাই এক কাজ করলেন। পোপের আনুগত্য ছেড়ে দিয়ে নিজেই একটা খ্রিষ্টীয় চার্চ বানিয়ে ফেললেন, চার্চ অব ইংল্যান্ড (Church of England)। যা অ্যাংলিকান চার্চ নামেও পরিচিত। [2] এভাবে নিজে নিজে একটি খ্রিষ্টীয় ফির্কা তৈরি করে মোটমাট ৬টি বিয়ে করেও "ব্যাভিচারী" গণ্য হওয়া থেকে বেঁচে গেলেন ইংল্যান্ডের রাজা মশাই, কেননা তার নিজের বানানো ফির্কায় এহেন তালাকের আমল সম্পূর্ণ জায়েজ! সেই থেকে ইংরেজদের সাম্রাজ্যের রাজকীয় ধর্ম হয়ে গেলো অ্যাংলিকান খ্রিষ্ট ধর্ম, ইংরেজদের নিজেদের খ্রিষ্টীয় মতবাদ। এই ধর্মীয় মতবাদটিকে অনেক সময়ে প্রোটেস্টান্ট মতবাদের সাথে সংশ্লিষ্ট করা হলেও এটি মূলত আধা ক্যাথোলিক এবং আধা প্রোটেস্টান্টের সংমিশ্রণে তৈরি একটি মতবাদ। মূল প্রোটেস্টান্ট মতবাদের সাথে এর বেশ কিছু পার্থক্য আছে। [3] ইংল্যান্ডের রাজা হবার পূর্বশর্ত হচ্ছে তাকে অবশ্যই চার্চ অব ইংল্যান্ডের অনুসারী হতে হবে, রাজপরিবারের সদস্যরাও এই ফির্কায় দীক্ষিত হন। ইংল্যান্ডের সম্রাট অ্যাংলিকান চার্চেরও প্রধানরূপে থাকেন। কোনো রোমান ক্যাথোলিক ফির্কার অনুসারী ইংল্যান্ডের রাজা বা রানী হতে পারেন না। [4] 

 

এভাবে একজন রাজার ইচ্ছায় রাতারাতি একটি ধর্মীয় ফির্কা বা গোত্র দাঁড়িয়ে গেলো। খ্রিষ্টবাদের ইতিহাসে এভাবে রাজ-রাজার ইচ্ছার প্রতিফলনের আরো ঘটনা পাওয়া যায়। যেমন, খ্রিষ্ট ধর্মের অন্যতম মৌলিক বিশ্বাস হচ্ছে ঈশ্বর এবং যিশু খ্রিষ্ট একই উপাদানে গঠিত (homoousios)। এই মৌলিক বিশ্বাসের কথাটিই ৩২৫ খ্রিষ্টাব্দে নাইসিয়ার সম্মেলনে রোম সম্রাট কনস্টানটাইনের ইচ্ছায় অনুপ্রবেশ করানো হয়েছিলো। [5] আজকের দিনে প্রধান সব খ্রিষ্টীয় দলই এই আকিদায় বিশ্বাসী।

 

ক্যাথোলিক মতবাদের পক্ষ নিয়ে প্রোটেস্টান্ট মতবাদের জনক মার্টিন লুথারের বিরোধিতা করার জন্য পোপ ১০ম লিওঁর পক্ষ থেকে পুরষ্কার হিসেবে ১৫২১ খ্রিষ্টাব্দে "Defender of The Faith" বা খ্রিষ্টীয় বিশ্বাসের রক্ষক উপাধী লাভ করেছিলেন রাজা হেনরি। ক্যাথোলিক বিশ্বের এতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও রাজা হেনরি পোপকে পরিত্যাগ করে নিজের মতবাদ তৈরি করেছিলেন। ফলে পোপ এই উপাধীটি তুলে নেন। কিন্তু রাজা হেনরি নিজেই পুনরায় এই উপাধী ধারণ করেন। [6] আজ অবধি উত্তরাধিকার সূত্রে ইংল্যান্ডের রাজারা এই উপাধী ধারণ করছেন। অর্থাৎ ইংল্যান্ডের রাজারা খ্রিষ্টীয় বিশ্বাসের রক্ষকের ভূমিকায় আছেন। [7] তারা শুধু রক্ষকই না, আরো অনেক কিছু। ইংল্যান্ডের রাজা ও প্রজাদের ইচ্ছা ও মূল্যবোধের নানা প্রতিফলন দেখা যায় চার্চ অব ইংল্যান্ডে। বাইবেল অনুযায়ী কোনো নারী কর্তৃক শিক্ষা দান করা বা কোনো পুরুষের উপর কর্তৃত্ব করা সুস্পষ্টভাবে হারাম। [8] কিন্তু বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের মানুষজন আর বাইবেলের এসব বিধান মানতে পারছিলো না। তাদের মূল্যবোধ লিবারেলিজম দ্বারা গঠিত ছিলো। নারীবাদীদের নানা আওয়াজ উঠছিল এর বিপক্ষে। এর ফলে চার্চ অব ইংল্যান্ডেও পুরুষ যাজকের পাশাপাশি নারী যাজক নিয়োগের নানা প্রক্রিয়া শুরু হতে থাকে। অবশেষে যিশু খ্রিষ্টের প্রায় ২ হাজার বছর পরে, ১৯৯৪ খ্রিষ্টাব্দে চার্চ অব ইংল্যান্ড ৩২ জন নারীকে যাজক হিসেবে নিয়োগ দেয়। [9] [10] বর্তমানে অ্যাংলিকান চার্চে পুরুষদের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই, প্রগতির আলোয় 'আলোকিত' হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যাজকের দায়িত্ব পালন করছে তারাও।

 

বাইবেলে সুস্পষ্টভাবে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে, এর জন্য মৃত্যুদণ্ডের ঘোষণা আছে, এই পাপকর্মকারীরা যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না এর উল্লেখ রয়েছে। [11] কিন্তু এই সব কিছুকে পাশ কাটিয়ে শাসক এবং জনগণের মূল্যবোধের সাথে মিল রেখে সমকামিতাকে স্বাভাবিক হিসেবে তো নেয়া হলোই, চার্চ অব ইংল্যান্ডে ২০১৩ সাল থেকে সমকামীদের যাজক হবার নিষেধাজ্ঞাও তুলে নেয়া হলো। বাইবেলে নিষেধ থাকা সত্ত্বেও সমকামীরা রীতিমতো ধর্মগুরু হতে শুরু করলো অ্যাংলিকান চার্চে। ২০১৬ সালে প্রথম একজন অ্যাংলিকান বিশপ 'গর্বভরে' ঘোষণা দিলেন তিনি একজন সমকামী এবং একজন পুরুষের সাথে সমকামী সম্পর্কে লিপ্ত আছেন। [12] [13] এরও আগে একজন আমেরিকান অ্যাংলিকান বিশপ সমকামী বিয়ে করেছিলেন এমনকি ২০১৪ সালে তার 'স্বামীর' সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়! [14] 

 

 বাইবেলকে একপাশে রেখে রাজা এবং প্রজাদের নিজস্ব মূল্যবোধের দ্বারা কিভাবে একটি খ্রিষ্টীয় চার্চের মাঝে বিবর্তন ঘটে, এর বিশাল ইতিহাস খুব অল্প কথায় বোঝা যায় এর দ্বারা। সূচনা থেকে আজ অবধি এই বিবর্তন চলছে। এমন আরো কতো বিবর্তন আমরা সামনে দেখবো তা আল্লাহই ভালো জানেন। এভাবেই পশ্চিমা ধর্মে বিশ্বাসী বা অবিশ্বাসী সকলেই দিনকে দিন 'প্রগতিশীল' হচ্ছে আর ইসলামকে দোষারোপ করছে, মুসলিমদেরকে 'মধ্যযুগীয়', 'প্রাচীনপন্থী' ইত্যাদি নানা তকমা লাগাতে তারা কসুর করে না। কেননা মুসলিমরা আল্লাহর কিতাব ও বিধানকে পরিবর্তন করতে চায় না, আল্লাহর বিধানকে চূড়ান্ত, ত্রুটিহীন ও অপরিবর্তনীয় বলে মানে।

 

স্রষ্টার সত্যিকারের জীবনব্যবস্থা যে কোথায় আছে, তা বোঝা আসলে খুব কঠিন কিছু না।

 

 

 তথ্যসূত্রঃ


[1] দেখুনঃ বাইবেল, মথি (Matthew) ১৯ : ৯

https://www.wordproject.org/bibles/ben/40/19.htm#0

[2] “… King Henry VIII (famous for his many wives) is considered the founder of the Church of England.

Henry VIII broke ties with the Pope in the 1530s after the Catholic church wouldn’t allow him to annul his marriage to his first wife, Catherine of Aragon, who failed to produce any male heirs.

Henry passed the Act of Succession and the Act of Supremacy, which essentially declared himself the supreme head of the Church of England.”

https://www.history.com/topics/british-history/church-of-england#church-of-england-history

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/FAkFB

[3] “Protestantism emphasizes the authority of Scripture and that sinners are saved by God's grace, through faith, and in Jesus Christ alone. Anglicanism, sometimes referred to as a middle way between Protestantism and Catholicism, emphasizes celebrating the incarnation of Christ, prayer, liturgy, and the sacraments.”

আরো বিস্তারিত পার্থক্যের জন্য দেখুনঃ

https://christianityfaq.com/protestant-anglican-comparison/

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/x8Sfg

[4]Britain's presiding monarch is the head of the Church of England and all members of the Royal Family are Christened into the Church of England, ...

...Because the Royal Family is so tied to the Church of England, there are very strict rules regarding religion. In 2015, a law came in that allowed a royal to marry a Roman Catholic. New rules on royal succession were brought into play, which disregarded male bias and said a future leader could marry a Catholic. However, the monarch him or herself must still have been raised under the Church of England.

https://www.thesun.co.uk/fabulous/5024485/religion-royal-family-chuch-england-established/

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/l2nvP

[5] 'Early Christian Doctrines' - J.N.D. Kelly, Page 233

https://archive.org/details/pdfy-CY7YNVnvFwggDjnT/page/n245/mode/2up

[6] defender of the faith _ English royal title _ Britannica

https://www.britannica.com/topic/defender-of-the-faith

[7] "... Charles the III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of all His other Realms and Territories, King, Head of the Commonwealth, Defender of the Faith, ... "

https://www.cbsnews.com/news/king-charles-iii-proclaimed-watch-live-accession-council-after-queen-elizabeth-death/

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/JKYIn

[8] 11 নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক৷

12 আমি কোন নারীকে শিক্ষা দিতে অথবা কোন পুরুষের ওপরে কর্তৃত্ত্ব করতে দিই না; বরং নারী নীরব থাকুক৷

13 কারণ প্রথমে আদমকে এবং পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল৷

14 আদমকে দিয়াবল বোকা বানাতে পারে নি; কিন্তু নারীকেই দিয়াবল সম্পূর্ণভাবে বোকা বানিয়ে পাপে ফেলেছিল৷

[বাইবেল, ১ তিমথীয় (1 Timothy) ২ : ১১-১৪]

https://www.wordproject.org/bibles/ben/54/2.htm#0

[9] Today in women’s history_ Church of England ordains women priests

https://www.peoplesworld.org/article/today-in-women-s-history-church-of-england-ordains-women-priests/

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/hR40U

[10] "In 1994 in Bristol the first women priests were ordained. Now, more than ten years on, one in five Church of England licensed priests is female. Pressure is growing to now allow women to be Bishops. "

https://www.bbc.co.uk/religion/religions/christianity/cofe/cofe_1.shtml#h3

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/ZKHxu

[11] "“যদি কোন পুরুষের অন্য এক পুরুষের সঙ্গে একজন স্ত্রীলোকের মত যৌন সম্পর্ক থাকে তবে এই দুজন পুরুষ এক ভয়ঙ্কর পাপ কার্য্যে লিপ্ত। তাদের অবশ্যই যেন মেরে ফেলা হয়। তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী।"

[বাইবেল, লেবীয় পুস্তক (Leviticus) ২০ : ১৩]

https://www.bible.com/bible/3150/LEV.20.BERV

 

26 লোকেরা ঐসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন৷ নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে য়ৌন সংসর্গে লিপ্ত হয়েছে৷

27 ঠিক একইভাবে পুরুষরাও স্ত্রীদের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের জন্য লালাযিত হয়ে লজ্জাকর কাজ করেছে; আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে৷

...

32 তারা ঈশ্বরের বিধি-ব্যবস্থা জানে৷ তারা জানে যে বিধি-ব্যবস্থা বলে, যাঁরা এমন আচরণ করে তারা মৃত্যুর য়োগ্য৷ কিন্তু তা জেনেও তারা সেই সব মন্দ কাজ করে চলে৷ তাদের ধারণা, যাঁরা ঐসব মন্দ কাজ করে তারা সবাই ঠিকই করেছে৷

[বাইবেল, রোমীয় (Romans) ১ : ২৬-৩২]

https://www.wordproject.org/bibles/ben/45/1.htm

 

"তোমরা কি জানো না, যে যারা অধার্মিক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হোয়ো না। কারণ যারা বিবাহ-বহির্ভূত সংসর্গকারী, বা প্রতিমাপূজক, বা ব্যভিচারী, বা সমকামী 10বা চোর বা লোভী বা মদ্যপ বা কুৎসা-রটনাকারী বা পরধনগ্রাহী, তারা কেউই ঈশ্বরের রাজ্যে অধিকার লাভ করবে না।"

[বাইবেল, ১ করিন্থিয় (1 Corinthians) ৬ : ৯]

https://www.bible.com/bible/2412/1CO.6.BCV

[12] "The Church of England dropped its opposition to gay clergymen in civil partnerships becoming bishops in 2013, although many of the Anglican faith worldwide -- who number 80 million -- were opposed."

https://www.ndtv.com/world-news/church-of-england-welcomes-first-openly-gay-bishop-1454078

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/5l8SA

[13] "The bishop of Grantham has become the first Church of England bishop to say that he is gay and in a relationship."

https://www.bbc.com/news/uk-politics-37257005

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/xLqCI

[14] "Gay US bishop Gene Robinson to divorce husband - BBC News"

https://www.bbc.com/news/world-us-canada-27278938

অথবা, আর্কাইভকৃতঃ https://archive.is/wip/LxzFp