Pray for the world economy

আল কুরআনে কি গর্ভধারণের সময় নিয়ে ভুল তথ্য আছে?

 

মূলঃ Islamweb

অনুবাদঃ মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার

 

ফতোয়া নং : ১৩৭৫২৬ [আল কুরআন অনুযায়ী গর্ভধারণের ন্যূনতম সময়]

 

প্রশ্নঃ

বিসমিল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! কুফফাররা খুবই বিরক্তিকরভাবে একটা প্রশ্ন দিয়ে আমাকে নাজেহাল করছে। যতো দ্রুত সম্ভব আমাকে প্রশ্নটির উত্তর দিন।

"কুরআন অনুযায়ী গর্ভধারণের সাধারণ সময় ৬ মাস (সুরা লুকমান ৩১ : ১৪; সুরা বাকারাহ ২ : ২৩৩; সুরা আহকাফ ৪৬ : ১৫)। সুরা লুকমান ৩১ : ১৪ এবং সুরা বাকারাহ ২ : ২৩৩ অনুযায়ী দুধ ছাড়ানোর সময় ২৪ মাস (বা ২ বছর)। আর সুরা আহকাফ ৪৬ : ১৫ অনুযায়ী গর্ভধারণ ও দুধ ছাড়ানোর মোট সময় ৩০ মাস। যার মানে  গর্ভধারণের সময় থাকে ৬ মাস। আমরা জানি যে এই তথ্যটি সঠিক নয়। সাধারণভাবে গর্ভধারণের সময় হচ্ছে ৯ মাস। আপনি কি এই ত্রুটিটি ব্যাখ্যা করতে পারেন?"

আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

 

উত্তরঃ

যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মাদ(ﷺ) তাঁর বান্দা ও রাসুল।

 

আল কুরআনে গর্ভধারণের সময় ৬ মাস বলে যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ সঠিক। আপনার এটি বলা উচিত নয় যে কুরআনের তথ্য ভুল কারণ গর্ভধারণের জন্য সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন সময়সীমা থাকে। গর্ভধারণের সর্বোচ্চ সময় ৯ মাস, যেটি সর্বজনবিদিত। আর এর সর্বনিম্ন সময় হচ্ছে ৬ মাস। [1] অনেক মহিলা ৬, ৭ কিংবা ৮ মাস সময়কাল গর্ভধারণ করেই শিশু জন্ম দেন। এবং সেই শিশুগুলোও (স্বাভাবিকভাবে) বেঁচে থাকে। [2] মহামহিম আল্লাহ তা'আলা আমাদের নিকট গর্ভধারণের সর্বনিম্ন সময়টি উল্লেখ করেছেন কারণ এর সাথে কিছু ফিকহী মাসআলা জড়িত রয়েছে। যেমনঃ বাচ্চার বংশধারা প্রতিষ্ঠা অথবা রদ করা, ওয়ারিশ হওয়া, তালাক, ইদ্দত ইত্যাদি। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো মহিলা তার বিবাহের ৫ মাস পরে সন্তান জন্ম দেন, তাহলে নবজাতককে ঐ মহিলার স্বামীর বংশের সাথে সংশ্লিষ্ট করা হয় না।  

 

আল কুরআনে উল্লেখিত কোনো তথ্যকে "ত্রুটিপূর্ণ" বলে আখ্যায়িত করা জায়েজ নয়। আল কুরআনে গর্ভধারণের ন্যূনতম সময় ৬ মাস বলে উল্লেখিত তথ্য আধুনিক বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। আধুনিক বিজ্ঞান বলে, ভ্রুণ ৬ মাস বয়সেই জন্মগ্রহণ করতে পারে এবং বেঁচে থাকতে পারে। একে বলা হয় "প্রিম্যাচিওর বেবি"। চিকিৎসাবিজ্ঞান দ্বারা এটিও প্রমাণিত - যে সকল ভ্রুণ ৬ মাসের পূর্বেই জন্মগ্রহণ করে, সেগুলো বেঁচে থাকে না। [3]  

 

সবশেষে আমরা আপনাকে পরামর্শ দেবোঃ আপনি অমুসলিমদের সাথে বিতর্ক করতে যাবেন না যদি আপনার তাদের ভ্রান্তি দূর করার মতো পর্যাপ্ত দ্বীনি জ্ঞান না থাকে।

 

আল্লাহই সর্বোত্তম জানেন।

 

মূল ফতোয়ার লিঙ্কঃ https://tinyurl.com/rypdshv

 

  

অনুবাদকের টিকা

 

[1]

■ <<  Currently, the limit of viability is considered to be around 24 weeks, although the incidence of major disabilities remains high at this point.  >>

"Fetal viability - Wikipedia"

https://en.wikipedia.org/wiki/Fetal_viability

■ << ...The rationale for the 'time limit' being set at 24 weeks is that this is the point at which a fetus becomes 'viable': that is, capable of surviving outside of the womb. >>

"Viability of Extremely Premature Babies_ BPAS"

https://www.bpas.org/get-involved/campaigns/briefings/premature-babies/

■ <<...23 to 24 weeks is often considered the age of viability for premature babies. >>

"A Weekly Look at Premature Babies and Complications"

https://www.verywellfamily.com/premature-babies-week-by-week-2748606

 

[2]

■ << "Today, the prospect of survival is only about 1 in 10 at 23 weeks, and if the child lives it is more likely to be handicapped that not. At 24 weeks the chance of a normal survivor is about 50%, and after this the odds are in favor of a normal survivor. Considering this data, intensive care should be an optional choice for fetuses at 23 and 24 weeks of gestation and should be offered to every fetus at 25 weeks or more." >>

From: "Limit of fetal viability and its enhancement"

By:

G H Breborowicz

Link: https://tinyurl.com/te4rg7d

■ << Today, the prospect of survival is only about 1 in 10 at 23 weeks, and if the child lives it is more likely to be handicapped that not. At 24 weeks the chance of a normal survivor is about 50%, and after this the odds are in favor of a normal survivor. >>

"Limits of fetal viability and its enhancement. - PubMed - NCBI"

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11753511

 

[3]

■ << Results:

...The limit of human viability is between 22 and 24 weeks. ...

Discussion:

From an international point of view, there is the general agreement that at  22 weeks there is no hope of survival for the fetus/neonate. ... ... From the reviewed guidelines, it seems clear that 23 to 24 weeks are a sort of “gray zone,” ... >>

Research Paper:

"SPECIAL ARTICLEPerinatal Care at the Threshold of Viability: AnInternational Comparison of Practical Guidelines forthe Treatment of Extremely Preterm Births"

By:

Maria Serenella Pignotti, MD, Gianpaolo Donzelli, MD

Link: https://tinyurl.com/wfx6htb

■ << Results The proportion of babies surviving to discharge increased significantly over time in those born at 24 and 25 weeks (p<0.01) but failed to achieve statistical significance for those at 23 weeks (p=0.08). No babies born at 22 weeks survived.  >>

"Babies born at the threshold of viability_ changes in survival and workload over 20 years _ ADC Fetal & Neonatal Edition"

https://fn.bmj.com/content/98/1/F15

■ << DEFINING VIABILITY

... Act 1929 as "prima facie proof that […] a child was capable of being born alive". In the 1980s, the Royal College of Obstetricians and Gynaecologists (RCOG) set up a working party to look at the survival rates of neonates born before 28 weeks. The working party's report, Fetal Viability and Clinical Practice (1985), noted significant progress in neonate survival rates and recommended that the age at which a foetus should be considered viable should be 24 weeks.[16] >>

"House of Commons - Science and Technology - Twelfth Report"

https://publications.parliament.uk/pa/cm200607/cmselect/cmsctech/1045/104505.htm