অভিযোগঃ
আল্লাহ “হও” বললেই যদি সব কিছু হয়ে যায় তাহলে ফেরেশতা সৃষ্টি করার দরকার কী? এর দ্বারা এটা প্রমাণ হচ্ছে না যে আল্লাহ ফেরেশতাদের উপর নির্ভরশীল (নাউযুবিল্লাহ)? আল্লাহ সর্বজ্ঞানী হলে কেন মানুষের ভালো-মন্দ কাজের রেকর্ড লেখার জন্য ফেরেশতার দরকার হয়?
জবাবঃ
আল কুরআনে আল্লাহ তা’আলার সিফাত বা গুণাবলির ব্যাপারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে তিনি অমুখাপেক্ষী, তিনি কারও উপর নির্ভরশীল নন।
فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡ
অর্থঃ “নিশ্চয় আল্লাহ্ সৃষ্টিজগতের মুখাপেক্ষী নন।” [1]
اَللّٰهُ الصَّمَدُ
অর্থঃ “আল্লাহ অমুখাপেক্ষী।” [2]
এই আয়াতের ব্যাখ্যায় তাফসির আহসানুল বায়ানে উল্লেখ করা হয়েছে,
“অর্থাৎ, সবাই তাঁর মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন।”
তাফসীরে জাকারিয়াতে উল্লেখ করা হয়েছে,
“আসল ও প্রকৃত সামাদ হচ্ছেন একমাত্র আল্লাহ। সৃষ্টি যদি কোন দিক দিয়ে সামাদ হয়ে থাকে তাহলে অন্য দিক দিয়ে তা সামাদ নয় কারণ তা অবিনশ্বর নয় একদিন তার বিনাশ হবে। কোন কোন সৃষ্টি তার মুখাপেক্ষী হলেও সে নিজেও আবার কারো মুখাপেক্ষী। তার নেতৃত্ব আপেক্ষিক, নিরংকুশ নয়। কারো তুলনায় সে শ্রেষ্ঠতম হলেও তার তুলনায় আবার অন্য কেউ আছে শ্রেষ্ঠতম। কিছু সৃষ্টির কিছু প্রয়োজন সে পূর্ণ করতে পারে। কিন্তু সবার সমস্ত প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা কোন সৃষ্টির নেই। বিপরীতপক্ষে আল্লাহর সামাদ হবার গুণ অর্থাৎ তাঁর মুখাপেক্ষীহীনতার গুণ সবদিক দিয়েই পরিপূর্ণ। সারা দুনিয়া তাঁর মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার প্রত্যেকটি জিনিস নিজের অস্তিত্ব, স্থায়ীত্ব এবং প্রয়োজন ও অভাব পূরণের জন্য সচেতন ও অবচেতনভাবে তাঁরই শরণাপন্ন হয়। তিনিই তাদের সবার প্রয়োজন পূর্ণ করেন।” [3]
আল্লাহ তা’আলার অমুখাপেক্ষিতার বিষয়টি আল কুরআনে অত্যন্ত স্পষ্ট। তাহলে আল্লাহ তা’আলা বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য কেন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন?
আল্লাহ তা’আলা সর্বজ্ঞানী হলে কেন মানুষের আমল লিপিবদ্ধ করার জন্য ফেরেশতাদের রাখা হল এ প্রসঙ্গে শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন(র.) বলেছেন,
“এর [ফেরেশতা সৃষ্টির] হিকমত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কিভাবে প্রতিটি বস্তুকে নিয়ন্ত্রণ করেন, ফায়সালা করেন এবং শক্তিশালী করেন এই ব্যাপারে একটি সুস্পষ্ট চিত্রায়ন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে মানুষ যে কর্মই করবে তা লিখে রাখার জন্য। যদিও মানুষ কোনো কর্ম সম্পাদনের পূর্বেই সে ব্যাপারে আল্লাহ সর্বজ্ঞানী। কিন্তু এর দ্বারা মানবজাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার মনোযোগ এবং রক্ষণাবেক্ষণের উৎকর্ষ চিত্রিত হয়। নিঃসন্দেহে তিনি এই বিশ্বজগতকে সর্বশ্রেষ্ঠ উপায়ে নিয়ন্ত্রণ করেন এবং মদদ করেন। আল্লাহ সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাবান।” [4]
আল্লাহ তা’আলা ফেরেশতাদের উপর আদৌ নির্ভরশীল নন এর প্রমাণস্বরূপ শায়খ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী(হাফি.) বলেছেন,
“শুরুতে আল্লাহ ছিলেন একা। ফেরেশতাদের সৃষ্টির পূর্বে আল্লাহ তাঁর রাজত্ব একাই চালিয়েছেন। [কিয়ামতের পূর্বে] সকল ফেরেশতাদেরকে যখন তিনি মেরে ফেলবেন, সবার রুহ যখন কবজ করা হবে, তখনও তাঁর রাজত্ব আল্লাহ একাই পরিচালনা করবেন। অর্থাৎ আল্লাহর ফেরেশতার কোনো দরকার হয় না।” [5]
আল্লাহ তা'আলা কেন ফেরেশতাদের দ্বারা বিভিন্ন কাজ সম্পাদন করান এ প্রসঙ্গে প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েক (হাফি.) বলেছেন,
“আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তাঁর কারো সাহায্যের প্রয়োজন নেই। তিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী। তিনি কোনো কিছু ফেরেশতাদের দিয়ে করাতে পারেন, আবার ফেরেশতাদের ছাড়াও করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। তিনি চাইলে শুধু “হও” বলে দিতে পারেন। … আল্লাহর ‘সাহায্যের’ জন্য ফেরেশতাদের প্রয়োজন এটা মস্ত বড় ভুল ধারণা। … এর দ্বারা মোটেও এটা বোঝায় না যে ফেরেশতারা আছে বলে আল্লাহ নিজে থেকে সে সমস্ত কার্যাবলি সম্পাদনা করতে পারেন না। বরং এটা আল্লাহর ইচ্ছা। … উদাহরণস্বরূপ, আমি যদি ১০০ ডলারের কোনো কিছু কিনতে চাই, আমি সে জন্য ১০০ ডলারের ১টা নোট দিতে পারি। আবার আমি ৫০ ডলারের ২টি নোটও দিতে পারি। আবার ১০ ডলারের ১০টি নোটও দিতে পারি। এটা আমার ইচ্ছা। আমি যদি সেটা কিনবার জন্য ১০০ ডলারের ১টা নোট দেই, এর মানে এই নয় যে আমার কাছে ৫০ ডলারের নোট নেই! এটা আমার ইচ্ছা। আল্লাহ তা’আলাও বিভিন্ন কার্যাবলি বিভিন্ন উপায়ে সম্পাদন করতে পারেন। তিনি কিভাবে সম্পাদন করবেন এটা তাঁর ইচ্ছা। কখনো তিনি ফেরেশতাদের মাধ্যমে কার্য সম্পাদন করেন, কখনো তিনি রাসুলদের মাধ্যমে কার্য সম্পাদন করেন আবার কখনো তিনি কাউকে ছাড়াই তা করেন। ” [6]
এ ব্যাপারে আরো দেখতে পারেনঃ
Why Does Allah Need Angels ? - Shaykh Dr. Salah
আল্লাহ অমুখাপেক্ষী হলে ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে কেন নিয়োজিত করেছেন? | আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী
why Allah need the angels to do jobs – Dr. Zakir Naik
আরো পড়ুনঃ
মহাকাশে বায়ু নেই, তাহলে ফেরেশতাদের ডানা থাকে কেন?
তথ্যসূত্রঃ
[1] আল কুরআন, আলে ইমরান ৩ : ৯৭
[2] আল কুরআন, ইখলাস ১১২ : ২
[3] সুরা ইখলাসের ২ নং আয়াতের তাফসির, তাফসির আহসানুল বায়ান ও তাফসীরে জাকারিয়া
[4] Fatwa of Creed, by Sheikh Ibn Uthaymeen, page 347-348,
https://whatisquran.com/1066-wisdom-behind-the-creation-of-angels.html
অথবা https://archive.is/wip/gHlJD (আর্কাইভকৃত)
[5] আল্লাহ অমুখাপেক্ষী হলে ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে কেন নিয়োজিত করেছেন? | আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী (YouTube)
[6] why Allah need the angels to do jobs Dr Zakir Naik (YouTube)