Pray for the world economy

উমার(রা.) কি আবু হুরায়রা(রা.)কে দুর্নীতির জন্য পদচ্যুত করেছিলেন?

 

প্রশ্ন (২৯/৩০৯) :

দ্বিতীয় খলীফা উমার (রা.)-এর শাসনামলে দুর্নীতির অভিযোগে প্রাদেশিক গভর্ণর আবু হুরায়রা পদচ্যুত হয়েছিলেন। এ ঘটনার সত্যতা আছে কি?

 

উত্তর :

দুর্নীতির অভিযোগে নয়, বরং অন্য অভিযোগের কারণে উমার(রা.) প্রশাসনিক শৃংখলা রক্ষা ও জনগণকে শান্ত করার জন্য তদন্তের পূর্বেই আবু হুরায়রা (রা.)-কে বাহরাইনের গভর্ণরের দায়িত্ব হ’তে সাময়িক অব্যাহতি দিয়েছিলেন। যেমন সা‘দ বিন আবু ওয়াক্কাস (রা.)-কে কূফার গভর্ণরের দায়িত্ব থেকে অনুরূপ অব্যাহতি দিয়েছিলেন (ফাৎহুল বারী ২/২৩৮, হা/৭৫৫-এর ব্যাখ্যা)। পরে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন। এজন্য উমার(রা.) পরে সে দায়িত্ব আবারো আবু হুরায়রা (রা.)-কে দিতে চেয়েছিলেন। কিন্তু আবু হুরায়রা তা গ্রহণ করেননি। ইবনু সীরীন বলেন, উমার(রা.) আবু হুরায়রা (রা.)-কে বাহরাইনের গভর্ণর নিযুক্ত করার পর তিনি ১০ হাজার স্বর্ণ মুদ্রা উপার্জন করেন। কারো অভিযোগের প্রেক্ষিতে উমার(রা.) তাঁকে বলেন, তুমি এত সম্পদ কোত্থেকে অর্জন করলে? তিনি বললেন, এসব এসেছে আমার ঘোড়ার বংশ বৃদ্ধি, যুদ্ধলব্ধ সম্পদের অংশ ও আমার কাজের সীমিত প্রতিদান গ্রহণের মাধ্যমে। পরে তদন্তে সেটি সঠিক প্রমাণিত হয়। তখন উমার(রা.) পুনরায় তাঁকে গভর্ণরের দায়িত্ব প্রদানের জন্য ডেকে পাঠালে তিনি তাতে অস্বীকৃতি জানান। তখন উমার(রা.) বলেন, তোমার থেকে উত্তম ব্যক্তি দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছিলেন। জবাবে আবু হুরায়রা (রা.) বলেন, তিনি কে? তিনি বললেন, ইউসুফ (আ.)। আবু হুরায়রা (রা.) উত্তরে বললেন, ইউসুফ (আ.) নিজে আল্লাহর নবী এবং নবীর পুত্র ছিলেন। আর আমি উমায়মার পুত্র আবু হুরায়রা (মুসান্নাফ আব্দুর রাযযাক হা/২০৬৫৯; সিয়ারু আ‘লামিন-নুবালা ২/৬১২, বর্ণনাকারীগণ বিশ্বস্ত-আরনাঊত্ব; আল-ইসাবাহ, ক্রমিক ১০৬৭৪, ৭/৪৪২)।

 

অত্র বর্ণনা থেকে বুঝা যায় যে, খিয়ানতের কারণে তাকে অপসারণ করা হয়নি। কারণ উমার(রা.) তাঁকে আবারো দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। উল্লেখ্য যে, আবু হুরায়রা (রা.)-এর বিরুদ্ধে বহু সনদ বিহীন বর্ণনা রয়েছে। সেগুলো দ্বারা প্রতারিত হওয়া থেকে সাবধান থাকতে হবে (আব্দুল মুন‘ইম সালিহ, দিফা‘ ‘আন আবী হুরায়রা পৃঃ ১৩৯-১৪২)।

 

[ঈষৎ বানান সম্পাদিত]

 

মূল প্রশ্নোত্তরের লিঙ্কঃ

https://at-tahreek.com/article_details/1262

অথবা https://archive.is/wip/dbCrB (আর্কাইভকৃত)

 

এ প্রসঙ্গে আরো পড়ুনঃ

"Incident between ‘Umar and Abu Hurayrah about public money" (Islamweb)

https://www.islamweb.net/en/fatwa/366526/

অথবা https://archive.is/vvCGo (আর্কাইভকৃত)