জায়নবাদী (Zionist) ইহুদি ও খ্রিষ্টানরা ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ ও নৃশংস উপায়ে প্রতিষ্ঠিত ইস্রায়েল রাষ্ট্রের পক্ষে সাফাই গাইতে গিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলেঃ এই ভূমি ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি বা প্রমিজড ল্যান্ড। কিন্তু তাদেরকে যদি পাল্টা প্রশ্ন করা হয়ঃ ঈশ্বর এই প্রমিজড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমির অবস্থান সুনির্দিষ্টভাবে কোন কোন এলাকা নিয়ে? অথবা ঈশ্বর এর সীমানা কোথায় নির্ধারণ করেছেন? – এর উত্তর হবে খুব মজার। এ ব্যাপারে ৫ জন জায়নবাদীর নিকট প্রশ্ন করা হলে ৫ রকম ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যেতে পারে। কেননা স্বয়ং তাদের গ্রন্থ বাইবেল সুনির্দিষ্ট করে বলতে পারে না এই প্রতিশ্রুত ভূমির সীমানা আসলে কোন স্থানে। বাইবেলের বিভিন্ন স্থানে এই ব্যাপারে বিভিন্নভাবে চরম আকারে স্ববিরোধী তথ্য আছে। আপনি যদি Promised Land Map, Greater Israel এই কথাগুলো লিখে গুগলে সার্চ করেন তাহলে নানা রকমের মানচিত্র পাবেন যার অনেকগুলোরই একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই অথবা সামান্য মিল আছে। প্রিয় পাঠক এখনই বিষয়টি যাচাই করে দেখতে পারেন।
প্রতিশ্রুত ভূমির সীমানার ব্যাপারে বাইবেলের চতুর্মুখী স্ববিরোধিতাঃ
বাইবেলের পুরাতন নিয়ম (Old Testament) অংশটি ইহুদি ও খ্রিষ্টান উভয়ের নিকটই ঈশ্বরের বাণী হিসেবে স্বীকৃত। এই অংশেই ইস্রাঈল জাতির প্রতিশ্রুত ভূমির উল্লেখ আছে। মজার ব্যাপার হচ্ছে প্রতিশ্রুত ভূমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ – সব দিকের সীমানা নিয়েই বাইবেল পরস্পরবিরোধী সব তথ্যে ভরপুর! একটা দিকের সীমানার ব্যাপারেও বাইবেলের সব জায়গায় এক রকম তথ্য নেই।
নিম্নে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।
১। পূর্ব সীমানাঃ
স্ববিরোধিতাঃ এই সীমানা কি জর্ডান নদী পর্যন্ত, নাকি আরো পূর্ব দিকে গিলিয়দেরও পরে?
বাইবেলের প্রতিশ্রুত ভূমির পূর্ব সীমানার ব্যাপারে কিছু স্থানে বলা হয়েছে যে, এর পূর্ব সীমানা হবে জর্ডান (Jordan/যর্দন) নদী। প্রতিশ্রুত ভূমির পূর্ব সীমানার বিস্তারিত বর্ণনা দিয়ে বাইবেলের গণনাপুস্তক (Book of Numbers) এ বলা হয়েছে,
10 তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হত্সর-ঐননে এবং এটি শফাম পর্য়ন্ত যাবে| 11 শফাম থেকে সীমান্তটি ঐনের পূর্ব দিকে রিব্লা পর্য়ন্ত যাবে| সীমান্তটি কিন্নেরত্ হ্রদের পাশে পাহাড়ের সীমান্ত বরাবর বিস্তৃত হবে| 12 এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে| এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে| ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা|” [1]
পূর্ব দিকের সীমানার ব্যাপারে উক্ত বর্ণনা বিবেচনা করা হলে বোঝা যায় জর্ডান নদীর পূর্ব প্রান্তের ভূখণ্ড প্রতিশ্রুত ভূমির মধ্যে নেই। বাইবেলের এই বর্ণনা অনুসরণ করে প্রতিশ্রুত ভূমির মানচিত্র দেখুন চিত্র ১ এ।
বাইবেলের যিহোশূয়ের পুস্তক (Book of Joshua) ১৩ থেকে ২০ নং অধ্যায়ে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে বনী ইস্রাঈলের সকল জাতির মধ্যে এলাকা ভাগ-বণ্টনের বিবরণ আছে। এবং ২১ নং অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, এই ভাগ-বণ্টনের দ্বারা ইস্রাঈল জাতির পূর্বপুরুষদের দেয়া ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। [2] [বাইবেলের এই বর্ণনা অনুসরণ করে প্রতিশ্রুত ভূমির মানচিত্র দেখুন চিত্র ২ তে।] এটাই সেই প্রতিশ্রুত ভূমির সীমা যা বহুকাল আগে ইস্রাঈল জাতির পূর্বপুরুষদের নিকট অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু যিহোশূয়ের পুস্তকে যে সীমানার উল্লেখ আছে, এর সঙ্গে গণনাপুস্তকের (Book of Numbers) সীমানার ভিন্নতা দেখা যায়। যিহোশূয়ের পুস্তকে বলা হয়েছে জর্দান নদীর পূর্ব দিককার অঞ্চলগুলোও (অর্থাৎ গিলিয়দ বা ট্রান্সজর্ডান এলাকা) প্রতিশ্রুত ভূমির মাঝে অন্তর্গত। এই বর্ণনাগুলো অনুসারে প্রতিশ্রুত ভূমির পূর্ব সীমানা জর্ডান নদী না, বরং আরো অনেক পরে। যা গণনাপুস্তকের বর্ণনার বিপরীত।
“অতএব মনঃশির পরিবারগোষ্ঠী যর্দন নদীর পশ্চিমে দশটা জমি এবং যর্দন নদীর পূর্ব পারের আরো দুটো জায়গা গিলিয়দ এবং বাশন পেল|” [3]
“লেবীয় যাজকরা জমির কোন অংশ পাবে না| যাজক হিসাবে তাদের কাজ হচ্ছে প্রভুর সেবা করা| এই তাদের অংশ| গাদ, রূবেণ এবং মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠী ইতিমধ্যেই প্রতিশ্রুত জমিজায়গা পেয়ে গিয়েছে| তারা বাস করে যর্দন নদীর পূর্বদিকে| প্রভুর দাস মোশি ইতিমধ্যেই তাদের জমিজায়গা দিয়ে দিয়েছেন|” [4]
“রূবেণের মরু অঞ্চলের অন্তর্গত য়িরীহোর কাছে যর্দন নদীর পূর্বদিকে বেত্সর; গাদ দেশে গিলিয়দের অন্তর্গত রামোত্; মনঃশির দেখে বাশনের অন্তর্গত গোলন|” [5]
রূবেনের জন্য বরাদ্দকৃত এই বেৎসর (Bezer) অঞ্চলটি লবণ সাগর (মৃত সাগর / Dead Sea) এরও পূর্বদিকে অবস্থিত। [6] অথচ আমরা উপরে বাইবেলের গণনাপুস্তকের বর্ণনায় দেখেছি পূর্ব সীমানার ব্যাপারে বলা হচ্ছেঃ “…এটি লবণ সাগরে (Dead Sea) গিয়ে শেষ হবে”।
প্রিয় পাঠক, চিত্র ১ ও চিত্র ২ থেকে লক্ষ করুন পূর্ব দিকের সীমানার ব্যাপারে প্রতিশ্রুত ভূমিবিষয়ক বাইবেলের স্ববিরোধিতা। একটি মানচিত্রে জর্দান নদীর পূর্ব দিকের ভূমি আছে, অন্য মানচিত্রে নেই।
চিত্র ১ [7]
চিত্র ২ [8]
২। পশ্চিম সীমানাঃ
স্ববিরোধিতাঃ এই সীমানায় প্রতিশ্রুত ভূমি কি ভূমধ্যসাগর পর্যন্ত সম্পূর্ণ অঞ্চল নাকি উপকূলভাগের ফিলিস্তিনি রাজাদের অঞ্চলগুলো বাদে বাকি অঞ্চল?
বাইবেলের বিভিন্ন স্থানে উল্লেখ আছে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমির পশ্চিমা সীমানা হবে ভূমধ্যসাগর (Mediterranean Sea)। বাইবেলের ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে এই সীমার মধ্যকার সমগ্র অঞ্চল তিনি ইস্রাঈল জাতিকে দান করবেন এবং এই অঞ্চলে বসবাসকারী লোকদেরকে তাড়িয়ে দেয়া হবে।
"তোমাদের পশ্চিম সীমান্ত হবে ভূমধ্যসাগর|" [9]
"... তোমাদের দেশ দক্ষিণের মরুভূমি থেকে উত্তরে লিবানোন পর্য়ন্ত বিস্তৃত হবে| এটি আবার পূর্বদিকে ফরাত্ নদী থেকে ভূমধ্যসাগর পর্য়ন্ত বিস্তৃত হবে|" [10]
“লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর [হিব্রু ভাষায় ফিলিস্তিনীদের সমুদ্র] পর্যন্ত, এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত আমি তোমার সীমানা স্থাপন করব। যারা সেই দেশে বসবাস করে তাদের আমি তোমার হাতে তুলে দেব, এবং তোমার সামনে থেকে তুমি তাদের তাড়িয়ে দেবে।” [11]
বাইবেলের এই বর্ণনা অনুসরণ করে প্রতিশ্রুত ভূমির মানচিত্র দেখুন পূর্বে উল্লেখিত চিত্র ১ এ।
আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি বাইবেলের যিহোশূয়ের পুস্তক (Book of Joshua) ১৩ থেকে ২০ নং অধ্যায়ে সমগ্র প্রতিশ্রুত ভূমির এলাকা ভাগ-বণ্টনের বিবরণ আছে [দেখুনঃ চিত্র ২]। পাশাপাশি এটাও উল্লেখ আছে, ফিলিস্তিনী ৫ জন রাজার দখলে থাকা কিছু এলাকা যেমনঃ গাজা, অস্দোদ, অস্কিলোন ইত্যাদি অঞ্চল তাদের জয় করা হয়নি।
1যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।2 “এসব দেশ এখনও অবশিষ্ট আছে: “ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল, 3মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে; [12]
ইস্রাঈল জাতিকে এই জমি ভাগ-বণ্টন করে দেবার ঘটনার পরে যিহোশূয়ের পুস্তকের ২১ নং অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, এর ফলে ইস্রাঈল জাতির পূর্বপুরুষদেরকে দেয়া ঈশ্বরের প্রতিশ্রুত দেশ তাদের দেয়া হয়েছে। অথচ এই ভাগ-বণ্টনের পরেও ভূমধ্যসাগরের তীরবর্তী ফিলিস্তিনী রাজাদের এলাকাগুলো {যেমনঃ গাজা, অস্দোদ, অস্কিলোন } অন্তর্ভুক্ত ছিল না [দেখুনঃ চিত্র ২]। যা গণনাপুস্তক (Numbers) ৩৪ : ৬, দ্বিতীয় বিবরণ (Deuteronomy) ১১ যাত্রাপুস্তক (Exodus) ২৩ : ৩১ ইত্যাদি স্থানে উল্লেখিত প্রতিশ্রুত ভূমির পশ্চিম সীমানার [দেখুনঃ চিত্র ১] বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। চিত্র ১ এ আমরা দেখতে পাই ভূমধ্যসাগর পর্যন্ত সমগ্র এলাকা প্রতিশ্রুত ভুমির মধ্যে অন্তর্ভুক্ত, যার মাঝে গাজা, অস্দোদ, অস্কিলোন এই অঞ্চলগুলোও পড়ে যায়। যাত্রাপুস্তক ২৩ নং অধ্যায়ে ঈশ্বর প্রতিশ্রুতি দেন যারা সেই দেশে বসবাস করে তাদেরকে ঈশ্বর ইস্রাঈলীদের হাতে তুলে দেবেন, এবং তাদের সামনে থেকে তাড়িয়ে দেয়া হবে। যিহোশূয়ের পুস্তকে বলা হয়েছে ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেছে অথচ ভূমধ্যসাগরের উপকূলে ফিলিস্তিনি রাজা বহাল তবিয়তে রাজত্ব করছিলো।
৩। উত্তর সীমানাঃ
স্ববিরোধিতাঃ এই সীমানা কি ফোরাত নদী পর্যন্ত নাকি লেবো-হমাৎ পর্যন্ত?
প্রতিশ্রুত ভূমির উত্তর-পূর্ব দিককার সীমানার ব্যাপারে বাইবেলের বিভিন্ন স্থানে ফোরাত (Euphrates) নদীর উল্লেখ আছে। যেমনঃ
"সুতরাং ঐদিন প্রভু অব্রামকে একটা প্রতিশ্রুতি দিলেন এবং সেই অনুসারে অব্রামের সঙ্গে একটা চুক্তি করলেন| প্রভু বললেন, “এই দেশ আমি তোমার উত্তরপুরুষদের দেব| মিশর নদ এবং ফরাত্ নদের মধ্যবর্তী বিশাল ভূভাগ আমি তাদের দেব|" [13]
"হিত্তীয়দের সমস্ত জমি, মরুভূমি এবং লিবানোন থেকে শুরু করে মহানদী (ফরাৎ নদী) পর্যন্ত তোমাদের হবে। এখান থেকে পশ্চিমে ভূমধ্যসাগর, (যেখানে সূর্য অস্তাচলে নামে) সমস্ত ভূখণ্ডই জেনো তোমাদের হবে।" [14]
আদিপুস্তক ১৫ নং অধ্যায়ের বিবরণ অনুসারে প্রতিশ্রুত ভূমির মানচিত্র দেখুন চিত্র ৩ এ।
চিত্র ৩ [15]
আবার, আমরা যদি বাইবেলের গণনাপুস্তক ৩৪ নং অধ্যায়ের বর্ণনা বিবেচনা করি, তাহলে দেখব প্রতিশ্রুত ভূমির উত্তর সীমানা হিসেবে লেবো-হমাৎ (Lebo-Hamath) এর কথা উল্লেখ করা হয়েছে।
7তোমাদের উত্তরপ্রান্তের সীমানার জন্য, ভূমধ্যসাগর থেকে হোর পর্বত 8এবং হোর পর্বত থেকে লেবো-হমাৎ পর্যন্ত সরলরেখা বরাবর হবে। তারপর সীমানা সদাদ পর্যন্ত গিয়ে, 9সিফ্রোণ হয়ে হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হবে। এই হবে তোমাদের উত্তর সীমানা। [16]
এই বর্ণনা অনুসারে প্রতিশ্রুত ভূমির মানচিত্র দেখুন চিত্র ১ এ। চিত্র ১ পুনরায় দেয়া হলঃ
চিত্র ১ [17]
এই বর্ণনার সঙ্গে আদিপুস্তক ১৫ নং অধ্যায় সহ বহু স্থানে উল্লেখিত প্রতিশ্রুত ভূমির সীমার পার্থক্য আছে যেখানে উত্তর-পূর্ব দিককার সীমা হিসেবে ফোরাত নদীর (Euphrates River) কথা বলা হয়েছে। গণনাপুস্তক ৩৪ নং অধ্যায়ের বর্ণনা অনুসারে এই সীমা লেবো-হমাৎ (Lebo-Hamath), যা ফোরাত নদী থেকে অনেকখানি দক্ষিণে। ফোরাত নদী এবং লেবো-হমাতের মাঝে এত দূরত্ব যে এই দুইটা স্থান কখনো একসাথে কোনো একটা অঞ্চলের সীমা হতে পারে না। চিত্র ৪ থেকে ফোরাত নদী (Euphrates) এবং লেবো-হমাতের অবস্থান দেখুনঃ
চিত্র ৪ : ফোরাত নদী এবং লেবো-হমাতের অবস্থান। চিত্রে ফোরাত নদীর সম্পূর্ণ অংশ আসেনি, Euphrates এর শুধুমাত্র ‘Eu…’ লেখা অংশ দেখা যাচ্ছে। তবে এই দুই স্থানের মধ্যকার দূরত্ব স্পষ্ট। [18]
শুধু তাই নয়, বাইবেলের যিহিষ্কেল (Ezekiel) ৪৭ নং অধ্যায়ে প্রতিশ্রুত ভূমির আরো একটি সীমানার বর্ণনা আছে। যা গণনাপুস্তক ৩৪ নং অধ্যায়ের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও পুরোপুরি এক নয়, কিছুটা পার্থক্য আছে।
“14তোমরা তা সমান ভাগে ভাগ করে নেবে। কারণ এই দেশটি আমি তোমাদের পূর্বপুরুষদের দেব বলে হাত তুলে শপথ করেছিলাম; এই দেশটি তোমাদেরই সম্পত্তি হবে।15দেশের সীমানা হবে এই: “উত্তর দিকের সীমানা হবে ভূমধ্যসাগর থেকে লেবোহমাৎ ছাড়িয়ে হিৎলোনের রাস্তা বরাবর সদাদ পর্যন্ত, 16বরোথা এবং সিব্রয়িম (যা দামাস্কাসের ও হমাতের সীমানার মধ্যে) হৌরণের সীমানার কাছে হৎসর-হত্তীকোন পর্যন্ত। 17এই সীমানা চলে যাবে ভূমধ্যসাগর থেকে দামাস্কাসের উত্তর সীমার পাশে হৎসর-ঐনন পর্যন্ত, অর্থাৎ উত্তর দিকের হমাতের সীমানা পর্যন্ত। এটাই হবে উত্তর দিকের সীমানা।” [19]
যিহিষ্কেল (Ezekiel) ৪৭ নং অধ্যায় এবং গণনাপুস্তক ৩৪ নং অধ্যায়ে বর্ণিত সীমানার পার্থক্যগুলো নিচের চিত্র থেকে দেখুনঃ
চিত্র ৫ [20]
৪। দক্ষিণ সীমানাঃ
স্ববিরোধিতাঃ এই সীমানা কি কাদেশ-বর্ণেয় পর্যন্ত নাকি লোহিত সাগর পর্যন্ত?
বাইবেলের বিভিন্ন পুস্তকের তথ্য অনুযায়ী প্রতিশ্রুত ভূমির দক্ষিণ সীমানা সিন মরুভূমি (Wilderness of Zin), কাদেশ-বর্ণেয় (Kadesh Barnea) ইত্যাদি নিয়ে গঠিত।
1 যিহূদাকে য়ে দেশ দেওয়া হয়েছিল তা তার পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হল| দেশটি বিস্তৃত ছিল একদিকে ইদোমের সীমানা পর্য়ন্ত এবং অন্যদিকে দক্ষিণে তিম্নার ধার দিয়ে সিন মরুভূমি পর্য়ন্ত| 2 যিহূদা দেশের দক্ষিণের সীমা লবণ সাগরের দক্ষিণ দিক থেকে শুরু| 3 সেই সীমা দক্ষিণে অক্রব্বীম গিরিপথ হয়ে সিন পর্য়ন্ত গেছে| তারপর আবার দক্ষিণে কাদেশ-বর্ণেয় পর্য়ন্ত| এই সীমা হিষ্রোণ থেকে অদ্দর পর্য়ন্ত দেশ ছাড়িযে ঘুরে গিয়ে কর্ক্কা পর্য়ন্ত গেছে| 4 মিশরের নদী অসমোন এবং ভূমধ্যসাগর পর্য়ন্ত এই সীমা প্রসারিত| ঐ সমস্ত ভূমি তাদের দক্ষিণ সীমানার ওপর ছিল| [21]
3 দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে| লবণ সাগরের দক্ষিণ প্রান্তে তোমাদের দক্ষিণ সীমান্ত শুরু হবে| 4 এটি অক্রব্বীমের দক্ষিণ দিক অতিক্রম করবে| এটি সীন মরুভূমির মধ্য দিয়ে যাবে কাদেশ-বর্ণেয়ের এবং তারপরে হত্সর-অদ এবং তারপরে এটি অস্মোনের মধ্য দিয়ে যাবে| 5 অস্মোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্য়ন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে| [22]
এই দক্ষিণ সীমানার বিবরণ অনুসারে তৈরিকৃত মানচিত্র দেখুন পূর্বে উল্লেখিত চিত্র ১ এ।
আবার, বাইবেলের যাত্রাপুস্তক (Exodus) এর ২৩ নং অধ্যায়ের বর্ণনা অনুযায়ী প্রতিশ্রুত ভূমির দক্ষিণ সীমা আরো অনেক দূরে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত।
“লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, এবং মরুভূমি থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত আমি তোমার সীমানা স্থাপন করব। যারা সেই দেশে বসবাস করে তাদের আমি তোমার হাতে তুলে দেব, এবং তোমার সামনে থেকে তুমি তাদের তাড়িয়ে দেবে।” [23]
প্রতিশ্রুত ভূমির ব্যপ্তি লোহিত সাগর (Red Sea) থেকে ভূমধ্যসাগর (Mediterranean Sea) পর্যন্ত – অর্থাৎ এর দক্ষিণ সীমানা হচ্ছে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল (এলাত/Elath/Eilat)। যা যিহোশূয় (Joshua) ১৫ : ১-৪ এবং গণনাপুস্তক (Numbers) ৩৪ : ৩-৫ এ উল্লেখিত দক্ষিণ সীমানার বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক। এলাত অঞ্চলের সঙ্গে কাদেশ-বর্ণেয় অঞ্চলের বিশাল ভৌগলিক দূরত্ব রয়েছে। যা নিচের মানচিত্রে (চিত্র ৬) দেখানো হল।
চিত্র ৬: মানচিত্রে কাদেশ-বর্ণেয় এবং লোহিত সাগর তীরবর্তী এলাত অঞ্চল। [24]
বাস্তব কথা হচ্ছে বাইবেলে প্রতিশ্রুত ভূমির সীমানার একদম চার দিক নিয়েই বিভিন্ন রকমের পরস্পরবিরোধী তথ্য রয়েছে। একেক জায়গায় একেক রকম তথ্য, একেক মানচিত্রে একেক রকম এলাকা। প্রশ্ন উঠতেই পারে এ কেমন “ঈশ্বরের বাণী” যেখানে প্রতিশ্রুত ভূমি নিয়ে এইভাবে সাংঘর্ষিক তথ্য থাকে। এই রকম স্ববিরোধিতা যেসব গ্রন্থে থাকে, সেসব গ্রন্থের ন্যুনতম গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয় এবং প্রমিজড ল্যান্ডের গোটা দাবিকেই অসার বলে সাব্যস্ত করে। বিষয়টা অনেকটা জাল দলিল নিয়ে জমি দখলের চেষ্টার মতো। এই ‘জাল দলিল’ এর উপর ভিত্তি করেই জায়নবাদের মতাদর্শ গড়ে উঠেছে। এই ‘জাল দলিল’ এর উপর ভিত্তি করেই পৃথিবীর পরাশক্তিগুলো গায়ের জোরে ইস্রায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনিদের ভূমি জবর-দখল করায় মদদ দিচ্ছে।
জায়নবাদের সমর্থকদের নিকট আমাদের প্রশ্ন এবং চ্যালেঞ্জঃ
১। বাইবেলে ইস্রাঈল জাতির প্রতিশ্রুত ভূমির সীমানার চার দিক নিয়ে যেভাবে নানা রকমের সাংঘর্ষিক তথ্য আছে, সেক্ষেত্রে বাইবেলের উপর ভিত্তি করে আসলেই কি কোনো ‘নির্ভুল প্রমিজড ল্যান্ড’ এই যুগে তৈরি করা সম্ভব?
২। সুনিশ্চিতভাবে একটা সীমানা দেখান যেটা আপনাদের ঈশ্বরের প্রমিজড ল্যান্ড। বাইবেল থেকে এমন একটা প্রমিজড ল্যান্ডের মানচিত্র তৈরি করুন যা কোনো স্ববিরোধী তথ্যের উপর প্রতিষ্ঠিত না।
তথ্যসূত্রঃ
[1] বাইবেল, গণনাপুস্তক (Numbers) ৩৪ : ১০-১২
[2] “এভাবে সদাপ্রভু ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তাদের দিলেন ও তারা ওই দেশের দখল নিয়ে সেখানে বসতি স্থাপন করল। সদাপ্রভু চারদিক থেকে তাদের বিশ্রাম দিলেন, যেমন তিনি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের কোনও শত্রু তাদের সামনে দাঁড়াতে পারল না। সদাপ্রভু তাদের সব শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন। ইস্রায়েল কুলকে সদাপ্রভুর দেওয়া সমস্ত সুন্দর প্রতিশ্রুতির মধ্যে একটিও ব্যর্থ হয়নি; সব প্রতিশ্রুতিই পূর্ণ হল। ”
[বাইবেল, যিহোশূয় (Joshua) ২১ : ৪৩-৪৫]
[3] বাইবেল, যিহোশূয় (Joshua) ১৭ : ৫
[4] বাইবেল, যিহোশূয় (Joshua) ১৮ : ৭
[5] বাইবেল, যিহোশূয় (Joshua) ২০ : ৮
[6] "Cities of Refuge Map" (Bible Study)
https://www.biblestudy.org/maps/cities-of-refuge.html
অথবা https://archive.is/wip/sg9pP (আর্কাইভকৃত)
[7] উৎসঃ The Promise of the Land - The Inheritance of the Land of Canaan by the Israelites By Moshe Weinfeld, Page 56
অথবা https://archive.is/wip/2oO24 (আর্কাইভকৃত)
[8] উৎসঃ Promised Land Map (Bible Study)
https://www.biblestudy.org/maps/division-of-promised-land-to-twelve-tribes-israel.html
অথবা https://archive.is/wip/Adchf (আর্কাইভকৃত)
আরো দেখুনঃ https://www.worldhistory.org/image/14576/territories-allotted-to-the-twelve-tribes-of-israe/
[9] বাইবেল, গণনাপুস্তক (Numbers) ৩৪ : ৬
[10] বাইবেল, দ্বিতীয় বিবরণ (Deuteronomy) ১১ : ২৪
[11] বাইবেল, যাত্রাপুস্তক (Exodus) ২৩ : ৩১
[12] বাইবেল, যিহোশূয় (Joshua) ১৩ : ১-৩
[13] বাইবেল, আদিপুস্তক (Genesis) ১৫ : ১৮
[14] বাইবেল, যিহোশূয় (Joshua) ১ : ৪
[15] উৎসঃ Ancient Map of Israel - Biblical Boundaries of the Land of Israel - The Israel Bible
https://theisraelbible.com/biblical-boundaries-land-israel/
অথবা https://archive.is/wip/cbl1y (আর্কাইভকৃত)
[16] বাইবেল, গণনাপুস্তক (Numbers) ৩৪ : ৭-৯
[17] উৎসঃ The Promise of the Land - The Inheritance of the Land of Canaan by the Israelites By Moshe Weinfeld, Page 56
অথবা https://archive.is/wip/2oO24 (আর্কাইভকৃত)
[18] উৎসঃ Bible Map_ Lebo-hamath (Bible Hub)
https://bibleatlas.org/full/lebo-hamath.htm
অথবা https://archive.is/wip/GJ7WF (আর্কাইভকৃত)
[19] বাইবেল, যিহিষ্কেল (Ezekiel) ৪৭ : ১৫-১৭
[20] উৎসঃ Borders of the Promised Land By Hillel Gruengerg (Sefaria)
https://www.sefaria.org/sheets/75680?lang=bi
অথবা https://archive.is/wip/gvloB (আর্কাইভকৃত)
[21] বাইবেল, যিহোশূয় (Joshua) ১৫ : ১-৪
[22] বাইবেল, গণনাপুস্তক (Numbers) ৩৪ : ৩-৫
[23] বাইবেল, যাত্রাপুস্তক (Exodus) ২৩ : ৩১
[24] উৎসঃ Deuteronomy Map – Mark Barry
https://visualunit.files.wordpress.com/2020/05/deuteronomy_map_a5.pdf